শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালেন শেখ হাসিনা

জুমবাংলা ডেস্ক : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আম হস্তান্তর করা হয়েছে।

আজ শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের কাছে শেখ হাসিনার উপহারের আম হস্তান্তর করেন।

এ সময় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ উপহার দু’দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আম উপহার পাঠিয়েছেন।