আসামের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে গত ৪ বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী তারকা শ্রুতি হাসান। প্রায়ই দুজনের একসঙ্গে ছবি সোশ্যালে শেয়ার করে তাদের ভালোবাসার জানান দিতেন অভিনেত্রী। তারা একসঙ্গে লিভইনও করতেন। তাদের সম্পর্ক বিয়ের দিকে এগোচ্ছিল, কিন্তু এরমধ্যে হঠাৎ করেই ভেঙে যায় তাদের সম্পর্ক।
সম্পর্কে থাকাকালীন সারাক্ষণই প্রেমিকের প্রশংসায় মত্ত থাকতেন শ্রুতি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর একদমই চুপ হয়ে যান। কেন তারা আলাদা হয়ে গেছেন, তা নিয়েও কিছু বলতে দেখা যায়নি।
এরমধ্যেই শ্রুতি জানিয়েছিলেন, বিয়ে নিয়ে ভীতি আছে তার।
তবে ভবিষ্যতে মা হতে চান। এর আগে জানা গিয়েছিল তাদের দুজনের বিয়েতে অনীহা রয়েছে।
শ্রুতির সঙ্গে বিয়ের প্রসঙ্গে শান্তনু একবার সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানটিতে বিশ্বাসই করি না। আমার শিল্পীসত্তাকে কেউ কোনো গণ্ডির মধ্যে বেঁধে রাখুক, তা আমি চাই না।
বুকের দুধ খাওয়ানো দৃশ্যের সেই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মন্দাকিনী
’ তবে এবার তিনি জানিয়েছেন, তাদের মধ্যে বোঝাপড়ার ব্যাপক সমস্যা ছিল।
শ্রুতি হাসান বলেন, “বিয়ে নামটা শুনলেই ভয় পাই। একবার প্রায় বিয়ে হতে হতে বেঁচে গেছি। আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। কারণ, বোঝাপড়ার সমস্যা।
তবে মা হতে চাই। ‘সিঙ্গেল মাদার’ নয়। কারণ, সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা-মা দুজনকেই প্রয়োজন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।