আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালের ১ লা জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব বয়সের প্রবাসী শ্রমিকদের আকামা নবায়ন না করার ঘোষণা দিয়েছে কুয়েতের আবাসন বিষয়ক মন্ত্রণালয়। দৈনিক আরব টাইমসকে দেয়া এক বিবৃতিতে জানানো হয় যে, যাদের গ্রাজুয়েশন ডিগ্রি আছে একমাত্র সে সকল শ্রমিকরাই আকামা নবায়ন করার সুযোগ পাবে।
ডিগ্রিবিহীন বাকি শ্রমিকদের কুয়েত ত্যাগ করা ছাড়া বিকল্প উপায় থাকছে না। এর ফলে অনেক প্রবাসী শ্রমিককেই কুয়েত ছেড়ে চলে যেতে হবে। বেকার ও কর্মহীন হয়ে পড়বে অনেক শ্রমিক। অনেককেই নিজেদের হাতে তিলে তিলে গড়া ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ছেড়ে দেশে চলে যেতে হবে।
কুয়েতে বাংলাদেশসহ অন্যান্য দেশের প্রায় ৯৬ হাজার ডিগ্রীবিহীন শ্রমিক রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।