বিনোদন ডেস্ক: গানের মানুষ ঐশীর নতুন যাত্রা শুরু হলো। এবার তিনি মেডিকেল কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ।
সামাজিক যোগযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। একই সঙ্গে সবার কাছে দোয়া কাছে দোয়াও চেয়েছেন।
ফাতিমা তুয যাহরা ঐশী এই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দায়িত্ব পালন করবেন। এমবিবিএসও পাস করেছেন এই হাসপাতাল থেকেই।
চিকিৎসক হিসেবে নিয়োগ পাওয়ার পর উচ্ছ্বসিত হয়ে টেলিফোনে জনকণ্ঠকে বলেন, এমএইচ শমরিতা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ থেকে আমি এমবিবিএস পাস করেছি। এই মেডিকেল কলেজেই আমি ইন্টার্নশিপ করেছি। আমি পড়াশোনাকালীন কার্ডিওলজি উপভোগ করতাম। তবে ব্যক্তিগত পছন্দের জায়গা আমার মেডিসিন। কাজ করতে করতেই সিদ্ধান্ত নিব ভবিষ্যতে কোন জায়গায়টায় কাজ করব।
ঐশী গান প্রসঙ্গে বলেন, গান তো স্বাভাবিক নিয়মে চালিয়ে যাচ্ছি। বর্তমানে কিছু গান নিয়ে নতুন করে কাজ করছি। দুষ্ট পোলাপান, বন্ধু আমার গাড়ির মেকানিক- এ গানগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে। আমি মনে করি, আমি সফলতার পথেই আছি।
পরিবার থেকে কী ধরনের সাপোর্ট পেয়েছেন- এ প্রশ্নের জবাবে বলেন, কী বলেন, একদমই না,পরিবার থেকে আমি সব সময়ই সাপোর্ট পেয়েছি। আমার ছোট জীবনের সব অর্জন আমার ফ্যামিলীর কারণে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি যতটুকু স্বপ্ন দেখেছি তার চেয়ে বেশি স্বপ্ন দেখেছেন আমার মা-বাবা।
অনেকেই তো বলেন, আমার মেয়েটা যেন ঐশীর মতোই হয়। বর্তমান জেনারেশনের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান ও শিল্প সংস্কৃতির মতো বিষয়গুলো এক সঙ্গে চালিয়ে নেয়ার মতো যোগ্যতা আছে।
২০১৫ সালে মেডিকেলে ভর্তি হন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে গান শেখা শুরু করেন ঐশী। ২০০৩ সালে নোয়াখালীতে মুহাম্মদ শরীফ ও পরে হাফিজ উদ্দীন বাহারের কাছে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতে তালিম নেন তিনি। ঢাকায় আসার পর ‘হৃদয় মিক্স থ্রি’ অ্যালবামের জন্য শিল্পী বাছাই প্রতিযোগিতার আয়োজন করে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। সেই প্রতিযোগিতার নানা ধাপ পেরিয়ে সেরা পাঁচে জায়গা করে নেন ঐশী।
এই আয়োজনের সেরা প্রতিযোগীদের নিয়ে তৈরি এক অ্যালবামে ‘দখিন হাওয়া’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন তিনি। সেই থেকে শুরু। ২০১৫ সালে প্রকাশিত হয় ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কার লাভ করেন ঐশী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।