ভারতের খ্যাতিমান প্রবীণ সংগীতশিল্পী আশা ভোঁসলে। তার পাঁচ যুগের ক্যারিয়ারে শ্রোতাদের উপহার দিয়েছেন হিন্দি, বাংলা, মারাঠিসহ বিভিন্ন ভাষার ১২ হাজার গান। নব্বই বছরে এসেও তার গানের দম যেন আগের মতোই; প্রাণোচ্ছ্বল-সুরের সাগরে ভেসে চলেন এই গায়িকা।
এবার বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির এই সুযোগ্য অভিভাবকের জীবন-কাহিনী উঠলো বইয়ের পাতায়। শুক্রবার একঝাঁক তারকা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি পেলো আশা ভোঁসলের জীবনী ‘স্বরস্বামিনী আশা’। এই বায়োপিকটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান এই সংগীতশিল্পী। যিনি চোখের সামনে বদলে যেতে দেখেছেন সঙ্গীতের যুগকে, পার করে এসেছেন কত না চড়াই উৎরাই; সেই সমস্ত কথা রয়েছে এই বায়োপিকে।
ভারতীয় গণমাধ্যমের খবর, এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত, বলিউড অভিনেতা অভিনেতা জ্যাকি শ্রফ এবং গায়ক সনু নিগম। আর এই অনুষ্ঠানেই একটি কাজ করেন সনু নিগম যা নিয়ে চর্চায় চলে এসেছেন এই গায়ক।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বায়োপিকটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠানের মঞ্চে বসে রয়েছেন আশা ভোঁসলে। তার পায়ের কাছে এসে বসেন সনু নিগম। এরপরে টুলের ওপর তার পা তুলে নেন। একটি পাত্র রেখে, তার পরে আশা ভোঁসলের পা রেখে, পায়ে চুম্বন করেন। এরপরে গোলাপ জল দিয়ে ধুয়ে দেন তার পা। আর এতেই অনন্য সম্মান প্রদর্শনে এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।
এরপর নেটিজেনদের অনেকেই সনু নিগমের এই অভিনব সম্মান প্রদর্শনের প্রশংসা করেছেন। নিজে একজন সঙ্গীতশিল্পী হয়ে বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর পা ধুয়ে দেওয়ার বিয়টিকে অনেকেই প্রশংসার চোখে দেখেছেন। অন্যদিকে অনেকে আবার এই ভিডিওটি দেখে, ‘বাড়াবাড়ি’ বলেও আখ্যা দিয়েছেন। তাদের মতে এই সম্মান প্রদর্শন অনর্থক।
অবশ্য আশা ভোঁসলের জীবনী প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরাও। তাকে অনেকে সম্মান জানিয়ে সুরের সরস্বতী বলেন। অনুরাগীদের আশা, এই প্রয়াসের ফলে আশা ভোঁসলের জীবনের অনেক না জানা কথা, অনেক কঠিন সময়ের কথা জানতে পারবেন অনেকে।
বাংলা গান এবং বাংলাদেশের শ্রোতাদের মধ্যে রয়েছে আশা ভোঁসলের জনপ্রিয়তা। একইসঙ্গে গায়ক সনু নিগমের ভক্তও কম নেই এখানে। এদিকে মাঝে খানিকটা বিরতির পর বাংলা গানে ফিরেছেন আশা। সম্প্রতি কিছু বাংলা গান রেকর্ড করেছেন এই গায়িকা। সেখানে একটি ডুয়েট গানে আশার সঙ্গে গলা মিলিয়েছেন সনু নিগম। জানা গেছে, একটি চলচ্চিত্রের জন্যে প্লেব্যাক করেছেন তারা। তবে কোন ছবিতে গানগুলি ব্যবহার করা হবে, সে প্রসঙ্গে এখনও কোনও তথ্য দেননি সংগীত পরিচালক।
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় গায়িকাদের মধ্যে একজন আশা ভোঁসলে। ১৯৪৩ সাল থেকে শুরু করে ষাট বছরেরও বেশি সময় ধরে গান গেয়ে চলেছেন। কর্মজীবনে সিনেমার প্লেব্যাক গায়িকা হিসেবেই পরিচিত তার। ৯২৫ টিরও বেশি সিনেমায় গান গেয়েছেন। সব মিলিয়ে মোট ১২০০০ এরও বেশি গান গেয়েছেন তিনি। এ জন্য ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস আশাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।