জুমবাংলা ডেস্ক : রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ জন সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
রবিবার (২৯ অক্টোবর) রাজারবাগ পুলিশলাইনে আমিরুলের জানাজায় অংশ নিয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, যারা আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা যা করা দরকার করব।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে ওই পুলিশ সদস্য হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছি।
পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে হত্যার ঘটনায় শামীম রেজা ও মোঃ সুলতান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ। তাকে গাইবান্ধা এবং সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।
গতকাল দুপুরে ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ সদস্য ও পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।