জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মরহুম সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র পক্ষে হুইপ ইকবালুর রহিম এবং সংসদ সচিবালয়ের পক্ষে সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন।
শেষে মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষও তাকে শ্রদ্ধা নিবেদন করেন।প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দায়।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাজেদা চৌধুরীর ১ম জানাজা ফরিদপুর এম এন একাডেমি স্কুল মাঠে বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাজেদা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।