
জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফিরোজ আল মামুন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) রাতে মানিকগঞ্জের হরিরামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার ফিরোজ আল মামুন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালই এলাকার রমজান আলী মুন্সীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ফিরোজ আল মামুন তার নিজের ফেসবুক আইডিতে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন অপপ্রচার করে আসছিলেন।
বিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খানের দৃষ্টিগোচর হলে তিনি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হরিরামপুর থানায় একটি মামলা করেন।
হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি ফিরোজ আল মামুনকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।