সংসদের ওয়েবসাইট থেকে বাদ পড়ল এমপি আজীমের নাম

আনোয়ারুল আজিম

জুমবাংলা ডেস্ক : কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর সংবাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ সচিবালয়কে এখনও কোনো পক্ষ জানায়নি। তবে মৃতদেহ পাওয়া না গেলে সংসদে তার আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ-৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে ওয়েবসাইটে দেখা গেছে, ঝিনাইদহে চারটি সংসদীয় আসন থাকলেও ওয়েবসাইটে তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। তবে ঝিনাইদহ-৪ আসন এবং ওই আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নাম সেখানে দেখা যায়নি। রোববার রাতেও জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজীম আনারের নাম দেখা গেছে। তবে সেখানে ক্লিক করলে তথ্য ওপেন হয়নি।

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ