সংসার ভাঙার গুঞ্জনে মুখ খুললেন সংগীত শিল্পী নিশিতা
বিনোদন ডেস্ক: এ প্রজন্মের সংগীত শিল্পী নিশিতা বড়ুয়া। শোবিজ অঙ্গনে গুঞ্জন রয়েছে ভেঙে গেছে এই গায়িকার সংসার। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন নিশিতা।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি পারিবারিকভাবেই দীপংকর বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিশিতা। তার স্বামী পেশায় একজন ব্যাংকার। তাদের দু’জনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামে।
গায়িকার একাধিক ঘনিষ্ট সুত্র হতে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে নিশিতার। এমনকি অনেকে দাবি করেন, ডিভোর্সও হয়ে গেছে তাদের।
![সংগীত শিল্পী নিশিতা](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2023/03/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE.jpg?resize=788%2C443&ssl=1)
তবে বিষয়টি একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন নিশিতা। এই সঙ্গীতশিল্পী বলেন, এটা সম্পূর্ণই ভিত্তিহীন ও মিথ্যে খবর। আমরা একসঙ্গেই আছি, এবং খুব ভালো আছি। তবে আমাদের ভালো চায় না তারাে এ ধরণের খবর ছড়াচ্ছে।
নিশিতা আরও বলেন, আসলে মানুষজন এখন ফেসবুকে সব দেখতে চায়। ফেসবুকে আমরা একসঙ্গে ছবি প্রকাশ দিচ্ছি না বলেই হয়ত, তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই আমরা। ব্যক্তিজীবন নিয়ে আমি এবং আমার স্বামী খুব একটা কথা বলতে ইচ্ছুক না। আমরা দুজনেই ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করি। আর এ কারণেই হয়ত এসব গুঞ্জন ছড়াচ্ছে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।