Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার জানিয়েছে, তারা বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছে। খবর এএফপি’র।
সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম পরিবেশিত খবরে বলা হয়, কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরার সাবধানতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ২ সপ্তাহের জন্য আমিরাত কর্তৃপক্ষ ইউএই’তে যাতায়াত করার সকল যাত্রীবাহী এবং ট্রানজিট ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, এই সিদ্ধান্ত ২৪ ঘন্টার মধ্যে কার্যকর করা হবে। বার্তা সংস্থাটি আরো জানায়, কার্গো ও জরুরি ফ্লাইট এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
ইউএই এই প্রথম কোভিড ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর শুক্রবার জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দেড়শ’ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।