আন্তর্জাতিক ডেস্ক: সাপ্তাহিক ছুটি একদিন কমালেন পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এখন থেকে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সপ্তাহে দুই দিনের পরিবর্তে একদিন ছুটি ভোগ করবেন। এ ছাড়া অফিস শুরু সময় সকাল ১০টা থেকে এগিয়ে ৮টা করেছেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সকাল ৮টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান। যদিও অফিস সময় ছিল ১০টায়। পরে তিনি সরকারি অফিসে অফিস শুরুর সময় পরিবর্তনের ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে সরকারি অফিসগুলো সকাল ১০টার পরিবর্তে সকাল ৮টায় শুরু হবে। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের।
এ ছাড়া সোমবার পার্লামেন্টে (জাতীয় পরিষদে) যেসব ঘোষণা তিনি দিয়েছেন, বিশেষ করে সরকারের ত্রাণ কর্মসূচি- সেগুলো কার্যকর করার নির্দেশও জারি করেছেন।
প্রসঙ্গত, পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। শাহবাজ পার্লামেন্টে ইমরান সরকার বিরোধী জোট থেকে প্রধানমন্ত্রী হন। তিনি পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।