স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
এদিকে গতকাল ঘোষণা করা হয় বাংলাদেশে ধরা পড়েছে করোনাভাইরাস আক্রান্ত রোগী। যেহেতু জনসমাগম এলাকায় করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি তাই এ নিয়ে সতর্ক অবস্থানে থাকতে চায় বিসিবি। খেলা দেখতে মিরপুরের মাঠে প্রচুর দর্শক সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে সংখ্যায় শিথিলতা আনতে চায় বিসিবি। মূলত ক্রিকেটার এবং দর্শক সবার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনসমাগম বেশি হয় এমন জায়গা থেকে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি। আর সে জন্য সচেতনতার কথা চিন্তা করে আমরা টিকিট বিক্রি কমিয়ে দিয়েছি যাতে জনসমাগম কম হয়। এতে দর্শকদের কিছুটা হতাশ হতে হলেও বৃহত্তর স্বার্থে ঝুঁকি নেওয়া হয়নি। যারা মাঠে আসতে পারছেন না তাদের টিভিতে খেলা উপভোগ করার অনুরোধ করছি।’
এর আগে একজন দর্শক সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারতেন। করোনা আতঙ্কে সে সংখ্যা কমিয়ে একজনকে একটি টিকিট দিবে বিসিবি। টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির টিকিট বুথে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।