বিনোদন ডেস্ক : পেশাগত জীবনে অভিনয় দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত জীবনে বিতর্কের কারণে সঞ্জয় দত্তের জীবন নিঃসন্দেহে ঘটনাবহুল। আশির দশকে মা দ কা স ক্তি থেকে শুরু করে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়া পর্যন্ত অভিনয় জীবনের সঙ্গে সঙ্গে বর্ণময় এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এ বলিউড অভিনেতা।
ভারতের টাডা আইনে দোষী হয়ে বাইরের চাকচিক্যময় রঙিন বিলাসবহুল জীবন থেকে সঞ্জয়ের ঠাই হয়েছিল কারাগারের অন্ধকার কুঠুরিতে। সেখানে পেয়েছিলেন ঠোঙা তৈরির কাজ। প্রতিটি ঠোঙা তৈরির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেতেন ২০ পয়সা। ২০১৮ সালে এক টিভি শোয়ে এসে এ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন ভক্তদের কাছে সাঞ্জু বাবা বলে পরিচিত এ অভিনেতা। এক প্রতিবেদনে এ কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে ১৯৯৩ সালের এক মামলায় অপরাধী সাব্যস্ত হওয়ার পর ২০০৭ সালে সঞ্জয় দত্তকে কারাদণ্ড দেন আদালত। দেশটির সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখায় ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগারে কয়েদি জীবন কাটে তার। সেখানে কারাগার কর্তৃপক্ষ বলিউড অভিনেতাকে ঠোঙা তৈরির কাজ দেয়।
সেই অভিজ্ঞতা স্মরণ সঞ্জয় দত্ত বলেন, “আমরা সেখানে খবরের কাগজ দিয়ে ঠোঙা বানাতাম। প্রতিটি ঠোঙার জন্য আমি ২০ পয়সা করে পেতাম।” এভাবে প্রতিদিন ৫০ থেকে ১০০টি ঠোঙা বানাতেন বলে জানান মুন্না ভাই।
কয়েদি জীবনে ঠোঙা বানিয়ে কত টাকা উপার্জন হয়েছিল সে প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, “প্রায় সাড়ে তিন বছরে কারাগারে ঠোঙা বানিয়ে ৪০০-৫০০ রুপি আয় করেছিলাম।”
২০১৬ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সেই টাকা স্ত্রী মান্যতার কাছে দেওয়ার কথা জানিয়ে সঞ্জয় বলেন, “এ টাকা আমি আমার স্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম। কারণ এ আয় আমি আর কোথাও পেতাম না। ওই ৫০০ রুপি আমার কাছে ৫ হাজার কোটি রুপির চেয়েও বেশি মূল্যবান।”
নিজের কারাবন্দি জীবনে স্মৃতিচারণ করে সঞ্জয় বলেন, “আপনি সেখানে বসে বসে নিজের কয়েদি হওয়ার কারণ ভাববার সুযোগ পাবেন না। আপনাকে সেসব ভুলে যেতে হবে। জেলের জীবনকে ইতিবাচক কিছুতে পরিণত করুন। সে ইতিবাচক অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখুন।”
২০১৬ সালে কারাগার থেকে মুক্তির পর আবারও পুরোদমে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সঞ্জয় দত্ত। ২০২১ সালে তার অভিনীত ৪টি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো- “পৃথ্বীরাজ”, “শমসেরা”, “দ্য গুড মহারাজা” ও “কেজিএফ:চ্যাপ্টার টু”। সবগুলো সিনেমাতেই তাকে পার্শ্বচরিত্রে দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।