Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ : এহসানুল হক
    জাতীয়

    সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার অঙ্গীকারাবদ্ধ : এহসানুল হক

    April 16, 20254 Mins Read

    জুমবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সড়ক পদ্ধতির আলোকে দেশে একটি সার্বিক সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

    তিনি বলেন, সরকার সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে খসড়া আইন প্রণয়নের কাজ করছে। আশা করি, আগামী দিনে সরকারের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের সড়কসমূহ নিরাপদ হয়ে উঠবে।

    আজ বুধবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা বিষয়ক’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) যৌথভাবে এ সভার আয়োজন করে।

    ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ সভা আয়োজনে সহযোগিতা করে।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্লুমবার্গ ফিলানথ্রপিসের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক কেলি লারসন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মো. কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সারওয়ার, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম তৌহিদুল ইসলাম, গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) প্রতিনিধি তাইফুর রহমান প্রমুখ।

    বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর-ঢাকা মো. আবদুল ওয়াদুদ সভা সঞ্চালনা করেন।

    কেলি লারসন বলেন, বিআইজিআরএসের মাধ্যমে ব্লুমবার্গ ফিলানথ্রপিস সড়ক নিরাপত্তার মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে পৃথিবীর ২৭টি শহরে কাজ করছে। ২০২০ সালে ঢাকা উত্তর ও চট্টগ্রাম সিটি এ উদ্যোগে যুক্ত হয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শহরের সড়ক নিরাপদ করতে কাজ করছে।

    তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বৈশ্বিক উদাহরণ কাজে লাগিয়ে গতি নিয়ন্ত্রণে সড়ক, মহাসড়ক ও যানবাহনের ধরন অনুযায়ী গতিসীমা নির্ধারণ করে একটি গাইডলাইন প্রণয়ন করেছে। এর কার্যকর বাস্তবায়ন গতি কমাবে, জীবন বাঁচাবে।

    আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, বিআইজিআরএসের আওতায় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) কারিগরি সহায়তায় ডিএনসিসি বনানী বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন এলাকাকে নিরাপদ এলাকা ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকাকে নিরাপদ করে পুননির্মাণ করেছে।

    তিনি আরও বলেন, এছাড়া ১৬০ জন নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলী এবং ৫০জন সাংবাদিককে সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

    মো. সারওয়ার বলেন, সড়ক নিরাপত্তার লক্ষ্যে ডিএমপির বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। ডিএনসিসির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোড ক্রাশের তথ্য বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ সড়ক চিহ্নিত করা হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা জিআরিএসপির সহায়তায় পুলিশ অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

    এসএম তৌহিদুল ইসলাম সড়ক নিরাপত্তায় আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়ায় ব্লুমবার্গ ফিলানথ্রপিসকে ধন্যবাদ জানান।

    তিনি বলেন, ‘সড়ক নিরাপত্তায় আমরা মাত্র কাজ শুরু করেছি। আশা করছি, আগামী দিনে চট্টগ্রামের সড়ক ব্যবহারকারীরা এর সুফল পাবেন।’

    সভায় ঢাকা উত্তর সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সড়ক নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ ও পুননির্মাণ গতিরোধক স্থাপন, ফুটপাথ দখলমুক্তকরণের মতো গৃহীত উদ্যোগগুলো তুলে ধরা হয়।

    উভয় শহরেই জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে সম্পৃক্ত করার লক্ষ্যে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ দেয়া হয়েছে, যার আওতায় প্রায় একশ’ সাংবাদিক সড়ক নিরাপত্তা নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

    এছাড়া বিআইজিআরএস কার্যক্রমের অংশ হিসেবে ডিএমপি ও সিএমপির কর্মকর্তাদের নিরাপদ সড়ক নিশ্চিতে গতিসীমা বাস্তবায়ন ও সড়ক আইন প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে জিআরএসপি।

    উল্লেখ্য, সভায় ঢাকা ও চট্টগ্রামের বিগত দিনের অর্জন তুলে ধরেন বিআইজিআরএস-ঢাকার ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ ও চট্টগ্রামের ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর লাবিজ তাজওয়ান উৎসব।

    বৈঠকে ঢাকা উত্তর সিটি ও ডিএমপি যৌথভাবে ঢাকা উত্তর রোড সেফটি রিপোর্ট, ২০২৩ প্রকাশ করে।

    প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালে ঢাকা উত্তর সিটির আওতাভুক্ত এলাকায় ১১৭টি রোড ক্র্যাশে ১২৩ জন প্রাণ হারান, যার ৬১ শতাংশই ছিলেন পথচারী ও ২৪ শতাংশ ছিলেন মোটরসাইকেল আরোহী।

    তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পথচারীবান্ধব সড়ক অবকাঠামো নির্মাণ, যানবাহনের গতিসীমা বাস্তবায়ন ও হেলমেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

    বৈঠকে সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি পর্যলোচনা করেন এবং রোড ক্র্যাশ প্রতিরোধে পরবর্তী কলাকৌশল নিয়ে আলোচনা করেন।

    এসময় অন্যদের মধ্যে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর থেকে ড. শরিফুল আলম, বিশ্ব ব্যাংকের গ্লোবাল রোড সেফটি ফ্যাসিলিটির দীপন বোস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. ওয়াতিন আলম, নিরাপদ সড়ক চাই’র সভাপতি ইলিয়াস কাঞ্চন, সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের ড. সেলিম মাহমুদ চৌধুরী, জিআরএসপির ব্রেট হারম্যান, ভাইটাল স্ট্র্যাটেজিস-এর আমিনুল ইসলাম সুজন, ডব্লিউআরআই’র অবতার ভাল্লা ও ফারজানা ইসলাম, বিআইজিআরএস- ঢাকার সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলি, ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের মামুনুর রহমান আলোচনায় অংশ নেন।

    আলোচকরা নিরাপদ সড়ক নিশ্চিতে দায়িত্বশীল সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা, গবেষণাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন।

    সভার সমাপনী অংশে ভাইটাল স্ট্র্যাটেজিসের ডেপুটি ডিরেক্টর গ্র্যান্ট এনিস, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক, বিআরটিএ’র পরিচালক (সড়ক নিরাপত্তা) শীতাংশু শেখর বিশ্বাস, ব্লুমবার্গ ফিলানথ্রপিসের লিভান্থা মিলার, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আকতার বক্তব্য দেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন জন্স হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন, বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এবং বিআইজিআরএস- ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিবৃন্দ।

    সভায় জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে রোড ক্র্যাশে মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশে যুগোপযোগী সড়ক পরিবহন ব্যবস্থা ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় অঙ্গীকারাবদ্ধ আইন এহসানুল নিরাপত্তা প্রণয়নে সড়ক, সরকার হক
    Related Posts
    চট্টগ্রাম বন্দর

    ‘চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের না, নেপাল-ভুটান, সেভেন সিস্টার্সেরও হৃৎপিণ্ড’

    May 15, 2025
    অগ্রিম টিকিট বিক্রি

    কাল থেকে ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    May 15, 2025
    সেলিব্রিটি ক্রিকেট লিগ

    সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে অশ্লীলতা: তারকা ও নির্মাতাদের প্রতি লিগ্যাল নোটিশ

    May 15, 2025
    সর্বশেষ সংবাদ
    Poco X6 Pro 5G
    Poco X6 Pro 5G: Price in Bangladesh & India with Full Specifications
    iPhone 16 Pro Max
    iPhone 16 Pro Max: Price in Bangladesh & India
    সন্তান জন্ম
    লালমনিরহাটে মাস্টার্স পরীক্ষা দিতে গিয়ে ছেলে সন্তান জন্ম দিলেন হাজেরা
    রয়্যাল এনফিল্ড
    লঞ্চ হচ্ছে রয়্যাল এনফিল্ডের প্রথম ইভি বাইক, জানুন কবে আত্মপ্রকাশ
    Oppo A79 5G
    Oppo A79 5G: Price in Bangladesh & India
    Samsung Galaxy A35
    Samsung Galaxy A35: Price in Bangladesh & India
    রাউটার
    পুরোনো রাউটারকে নতুনভাবে ব্যবহার করবেন যেভাবে
    জয়া
    কার সঙ্গে প্রেম করছেন জয়া আহসান, জানালেন নিজেই
    নতুন
    নতুন বাংলাদেশ বির্নিমাণে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল
    স্যামসাং গ্যালাক্সি ট্রাই-ফোল্ড
    স্যামসাং গ্যালাক্সি ট্রাই-ফোল্ড: প্রথম সিলিকন কার্বন ব্যাটারির ফোন
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.