স্পোর্টস ডেস্ক: গৃহকর্মীকে মেরে এর আগেও জেল খেটেছেন টাইগার পেসার শাহাদাত হোসেন রাজীব। এবার ঘটনা উলটো। ক্রিকেট মাঠে তারই সতীর্থ আরাফাত সানির (জুনিয়র) গায়ে হাত তুলে ‘কঠিন’ শাস্তি পেতে যাচ্ছেন শাহাদাত।
জাতীয় লিগের ম্যাচে পেসার শাহাদাত এই কাণ্ড ঘটান। চড়-থাপ্পড়ের পাশাপাশি মাঠের মধ্যে সানিকে লাথিও মেরেছেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে ম্যাচ রেফারি রিপোর্ট দিয়েছেন বোর্ডের কাছে। সেখানে তার অপরাধকে ‘লেভেল ৪ বলা হয়েছে।
শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচে বলের এক পিঠ ঘষে দেওয়ার জন্য আরাফাতকে বলেন রাজীব। আরাফাত সেটা ঠিকঠাক করতে পারবেন না বলাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন লম্বাদেহী পেসার। এক পর্যায়ে অতিক্রম করেন সীমা।
ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার বলছেন, শাহাদাত যা ঘটিয়েছে, সেটা ‘লেভেল ৪’ এর আওতায়। এ শাস্তি অনেক কঠিন ও বড়। এটা তেড়ে যাওয়া, বাজে অঙ্গভঙ্গি বা গালি দেয়ার মতো ছোটখাটো কোন ঘটনা নয়।
ম্যাচ রেফারি আরও বলেন, সরাসরি গায়ে হাত তোলার শাস্তি কঠিন। কমপক্ষে ১ বছর নিষিদ্ধ করার বিধান আছে এই আইনে। রিপোর্ট বিসিবিতে পাঠিয়ে দিয়েছি। তদন্তের পর বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।