জুমবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে প্রকৃত সত্য তথ্য তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি।
শনিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, আপনারা যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমেই আমরা সারা দেশের মানুষ ও নির্বাচনের সময় অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারি। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে তাই আপনাদের ভূমিকা অনেক। আপনারা ক্যামেরায় নির্বাচনের প্রকৃত সত্য তুলে ধরবেন। এতে আমরা একটি সফল নির্বাচনে নিয়ে যেতে পারব।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট দেওয়ার সময় শেষ হবে বিকেল ৪টায়। তবে পোলিং এজেন্টদের জন্য সেই সময়সীমা আরও এক দুই ঘণ্টা বাড়িয়ে সেটা ৫টা থেকে ৬টার মতো খোলা থাকবে। যাতে তারা তাদের কার্যক্রম গুছিয়ে শেষ করতে পারেন।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এবার ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রত্যেক প্রার্থীকে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট রাখার অনুরোধ করছি, যেন ভোটাররা ভোটদানে বাধাগ্রস্ত না হন।
সিইসি আরও বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য মানদণ্ড অনুসারে আমাদের আইন রয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু আমরা যেভাবে বলি, সেভাবে নির্বাচন সবসময় শান্তিপূর্ণ হয় না। আমরা চাই, আমাদের নির্বাচন কেবল দেশীয়ভাবেই না, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, নির্বাচন কমিশনার আলমগীর, রাশেদা সুলতানা, আহসান হাবিব খানসহ অন্যান্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।