স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলে ১১ বছরের রেকর্ড ভেঙ্গেছিলেন তামিম। কিন্তু তৃতীয় ওয়ানডেতে ১৭৬ রানের ইনিংস খেলে তামিমের রেকর্ড ভাঙ্গেন আরেক ওপেনার লিটন দাস। দেশের পক্ষে ওয়ানডেতে এখন ব্যক্তিগত সর্বোচ্চ মালিক লিটন।
দ্বিতীয় ওয়ানডের পর তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল তার এই রেকর্ড কে ভাঙ্গতে পারবেন। এক্ষেত্রে তিনি জানিয়েছিলেন-মুশফিকুর রহিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর নাম। তামিমের ভবিষ্যৎবাণীই সত্যি হল। লিটনই ভাঙ্গলো তার রেকর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।