সনি এমন কিছু নিয়ে আসতে যাচ্ছে যা ফটোগ্রাফির জগতে এর আগে কখনো দেখা যায়নি। এটি হতে যাচ্ছে সনির একেবারে নতুন ইনোভেশন। এটাকে শুরুতে রিউমর বলা হলেও অনেকে দাবি করছেন যে, বাস্তবে এরকম কিছু হতে যাচ্ছে। এবার সনি নতুন স্টাইলের লেন্স নিয়ে আসতে যাচ্ছে।
কোয়ালিটি লেন্স প্রোডাক্ট বিক্রি করার জন্য সনির খ্যাতি রয়েছে। বাজারে কম্প্যাক্ট লেন্স নিয়ে আসার ক্ষেত্রে সনি দুর্দান্ত ভূমিতে পালন করেছে। উদাহরণ হিসেবে 50 মিলিমিটার 1.4 GM লেন্সের কথা বলা যেতে পারে। সনি বাজারের যে নতুন লেন্স নিয়ে আসবে তা হবে ২৪ থেকে ৭০ মিলিমিটার বিশিষ্ট এবং এ্যাপচার হবে ২।
ফটোগ্রাফির ইতিহাসে এ ধরনের লেন্স আগে কখনো দেখা যায়নি। ধারণা করা হচ্ছে গ্রীষ্মের শুরুতেই সনির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা আসতে পারে। ক্যাননের ২৮ মিলিমিটার লেন্স বাজারে কিনতে পাওয়া যাবে। তবে সনের নতুন লেন্স হবে ২৪ মিলিমিটারের।
এখানে চার মিলিমিটার ব্যবধান থাকবে। সনির নতুন লেন্স ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে চমৎকার ভূমিকা পালন করবে। আপনি ট্রাভেল লেন্স হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। তার মানে সনি এরকম কিছু করতে চাচ্ছে যা ক্যানন বা অন্য কোন কোম্পানি পক্ষে আগে করা সম্ভব হয়নি। সনির নতুন লেন্সটি অন্যতম সুপার ফাস্ট লেন্সের মধ্যে জায়গা করে নিবে। এ বছরে যে সকল লেন্স বাজারে ইন্টারেস্টিং হিসেবে বিবেচিত হবে তার মধ্যে সনির লেন্স অবশ্যই জায়গা করে নিবে।
এই লেন্স এবং তার বাইরেও আরো অনেক সারপ্রাইজ নিয়ে আসতে যাচ্ছে সনি এরকমটা শোনা যাচ্ছে। আসলে সনি এরকম লেন্স বাজার নিয়ে আসতে চায় যার ওজন কম থাকবে এবং দেখতে বড় নয়। সনি যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন আরো বিস্তারিত তথ্য জানা যাবে।