সোফিয়া গ্রেস ব্রাউনলি একজন খ্যাতনামা তারকা, অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ত্ব। তিনি ব্রিটেনের নাগরিক। সম্প্রতি সোফিয়া প্রথমবারের মত সন্তানের মা হওয়ার খবর ঘোষণা করেছেন। এর কয়েকদিন পর নিজের প্রেগনেন্সি নিয়ে এমন কথা বলেছেন যা সবাইকে চমকে দিয়েছে। তার প্রেগনেন্সির খবর ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সোফিয়ার বয়স মাত্র উনিশ বছর। এত কম বয়সে বাচ্চা নেওয়ার পর তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তাকে সবথেকে বেশি যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সেটা হল মাথার উনিশ বছর বয়সে কেন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।
পরবর্তী সময়ে ভক্তরা এ প্রশ্ন করেছেন যে ১৯ বছরের নারীর সন্তান নেওয়া উচিত কিনা। এসব প্রশ্নের উত্তর দেন ব্রিটিশ তারকা সোফিয়া। তিনি বলেন যে, আমি মনে করি ১৯ বছর বয়সে সন্তান নেওয়া উচিত নয় । এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায়।
সোফিয়া বিশ্বাস করেন ৩০ বছর বয়সে বিয়ে করা ও সন্তানের মা হওয়া সঠিক সিদ্ধান্ত। পাশাপাশি তিনি পরামর্শ দেন যে বিয়ের আগে সবার জন্য নিজের বাড়ি নির্মাণ করা উচিত।
সোফিয়া আরো বলেন যে, একজন নারীর সন্তান নেওয়ার জন্য কোন বয়স আদর্শ সেটা বোঝা কঠিন। এই বিষয়ে সবাই ভিন্ন ভিন্ন মত প্রদান করবে। সবথেকে ভালো হয় যখন আপনি নিজে সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত হবেন তখনই এ সিদ্ধান্ত গ্রহণ করা।
সন্তান নেওয়ার সঠিক বয়স নিয়ে কারো চিন্তিত হওয়া উচিত নয়। এটা স্বামী ও স্ত্রী নিজেরা আলোচনা করে ঠিক করবে।
তবে পোস্টের কমেন্টে অনেক নারী তাকে অনুপ্রাণিত করেছেন। এ ধরনের ইতিবাচক কমেন্ট তাকে উৎসাহিত করে। সোফিয়া প্রথমে দুশ্চিন্তায় পড়েছিলেন। কেননা তার বয়স এখনো অনেক কম। এ বয়সে সন্তান লালন পালন করতে পারবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি।
তবে সোফিয়ার পরিবার এবং বন্ধুরা তাকে যথেষ্ট সাপোর্ট দেয়। এ সাপোর্ট তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করে। সোফিয়া তার সন্তানকে নিয়ে এখন বড় স্বপ্ন দেখতেই পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।