আন্তর্জাতিক ডেস্ক : এক বছরের মধ্যে সন্তানের জন্ম দাও। না হলে আমাদের পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে ছেলে-বৌমার বিরুদ্ধে মামলা কারেন মা-বাবা।
শ্রীবাস্তবের মতে, সন্তানদের জন্য নিজেদের যাবতীয় জমা পুঁজি খরচ করে ফেলেন মা-বাবারা। সুতরাং সন্তানদেরও উচিত মা-বাবার আর্থিক দায়ভার বহন করা।
উত্তরাখণ্ডের হরিদ্বারের ওই দম্পতির দাবি, পড়াশোনার জন্য ছেলেকে আমেরিকায় পাঠাতে গিয়ে তাদের যাবতীয় সঞ্চয় শেষ। হাতে টাকাকড়ি নেই। তাই ছেলে-বৌমার কাছ থেকে হয় নাতি-নাতনি অথবা আড়াই কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়েছেন।
সংবাদমাধ্যমের কাছে নিজেদের আর্থিক দুরাবস্থার কথা জানিয়েছেন ওই মামলাকারী এস আর প্রসাদ।
বুধবার সংবাদ সংস্থার কাছে তিনি বলেন, আমার ছেলের পিছনে সব টাকা-পয়সা খরচ হয়ে গেছে। তাকে আমেরিকায় ট্রেনিংয়ের জন্য পাঠিয়েছিলাম। তার জন্য খরচ করেছি। এখন হাতে আর কানাকড়িও নেই। এমনকি, বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে। আর্থিকভাবেই খুবই বেহাল দশায় রয়েছি আমরা। সে জন্যই ছেলে-বৌমা, দু’জন থেকে আড়াই কোটি করে চেয়েছি।
হরিদ্বারের ওই দম্পতির হয়ে আদালতে মামলা লড়বেন আইনজীবী এ কে শ্রীবাস্তব। তার দাবি, এই মামলার মাধ্যমে সমাজের বাস্তব ছবিটা ফুটে উঠেছে।
শ্রীবাস্তবের মতে, সন্তানদের জন্য নিজেদের যাবতীয় জমা-পুঁজি খরচ করে ফেলেন মা-বাবারা। সুতরাং সন্তানদেরও উচিত মা-বাবার আর্থিক দায়ভার বহন করা।
সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।