সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল থেকে দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে গুপ্তছড়া ঘাট ও সারিকাইত ইউনিয়নের চৌকাতলী ঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহমদ জানান, ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বোট ডুবে রোহিঙ্গা নিখোঁজ হওয়ার পর থেকে আমরা নদীতে তাদের সন্ধান করে চলেছি। আজ সন্দ্বীপ চ্যানেল থেকে দুই রোহিঙ্গা নারীর বিকৃত লাশ উদ্ধার করি। লাশগুলো থানায় রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে এগুলো ভাষানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
উদ্ধার করা লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ দুইটি রোহিঙ্গাদের এ বিষয়ে নিশ্চিত সন্দ্বীপ থানার পুলিশ এবং কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে তাদের একজনের বয়স ২৫ এবং অন্যজন ২৮ বছর বয়সী।
ভাসানচর রোহিঙ্গা ইনচার্জ চন্দন কুমার চন্দ জানান, দুই রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের বিষয়টি জেনেছি।
এর আগে গত রবিবার নিখোঁজ এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছিল নৌবাহিনী।
কোস্ট গার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ জানান, নৌবাহিনী রবিবার ভাসানচরের ডাউনে প্রায় ২০ কিলোমিটার দূরে এক শিশুর লাশ উদ্ধার করেছে বলে জানতে পেরেছি।
উদ্ধার হওয়া রোহিঙ্গা শিশুর লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো.আবদুল হাফেজ (১০)। সে ভাসানচর ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের কে-৭/৮ নম্বর রুমের মো. আমির হামজার পুত্র। তাদের পরিবার থেকে ডুবে যাওয়া বোটে ৬জন সদস্য ছিল। এদের মধ্যে তারা স্বামী-স্ত্রী জীবিত এবং আবদুল হাফেজের লাশ উদ্ধার হলেও ৪ মাস, ৫ বছর ও ৭ বছর বয়সী তিন সন্তান এখনো নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানাযায়, ডুবে যাওয়া বোটে ৪১ জন রোহিঙ্গা নাগরিক ছিল। এখনো পর্যন্ত ২৪ জন নিখোঁজ রয়েছে। এদের ২১ জন শিশু, ২ জন পুরুষ এবং ১ জন মহিলা রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।