সপ্তমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা ভারতের

নারী এশিয়া কাপের শিরোপা ভারতের

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের শিরোপা যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে ভারতীয়রা। এখন পর্যন্ত খেলা আট আসরের প্রত্যেকটিতেই ফাইনালে ওঠা একমাত্র দল ভারত। এরমধ্যে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে একবার শিরোপা খুইয়েছিল ভারতীয় নারীরা।

ওই একটি বাদ দিলে এবারের আসরসহ সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নিলো ভারতীয় নারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (১৫ অক্টোবর) শ্রীলঙ্কাকে ফাইনালে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

সিলেটে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রানের স্কোর দাঁড় করাতে পারে দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ বল বাকি থাকতেই ৭১ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা।
নারী এশিয়া কাপের শিরোপা ভারতের
যা বলের ব্যবধানে ভারতের দ্বিতীয় বড় জয়। এর আগে ৮৪ বল বাকি থাকতে থাইল্যান্ডের নারীদের বিপক্ষে জয় পেয়েছিল ভারতীয়রা। সেটাও এই এশিয়া কাপের মঞ্চে সেমিফাইনাল ম্যাচে।

সিলেটে এদিন আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের দাপতে লঙ্কানরা প্রথম পাওয়ারপ্লেতেই ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে। এক পর্যায়ে ২৫ রানের ৮ উইকেট হারালে লঙ্কানরা পঞ্চাশের কৌটা পার করতে পারবে কি না, সেই সন্দেহ ওঠে।

তবে সাতে নামা ওশাদি রানাসিঙ্গের ১৩ এবং দশে নামা ইনোকা রানাভিরার ১৮ রানে ভর করে পঞ্চাশ পেরিয়ে ৬৫ রানের স্কোর পায় লঙ্কানরা। ভারতীয়দের পক্ষে পেসার রেনুকা সিং ৫ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এ ছাড়াও রাজেশ্বরী গায়কোয়াড় এবং স্নেহ রানা নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্দানার ২৫ বলে ৬ চার ও ৩ ছয়ে হাঁকানো ফিফটিতে সহজ জয় পায় ভারত। মান্দানা ৫১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হারমানপ্রিত অপরাজিত থাকেন ১১ রানে।

এক মঞ্চে বিশ্বকাপের ১৬ অধিনায়ক