আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে এবার নতুন লকডাউন কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার (২০ জুলাই) স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায় ঘোষণা দিয়েছেন, রাজ্যজুড়ে এখন থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। করোনায় আক্রান্ত হয়ে রবিবার (১৯ জুলাই) সারাদিনে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যে কোভিড- ১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১১২ জনে। বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যাও। ২,২৭৮ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে রাজ্যে। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭ জনে।
এমন অবস্থায় সপ্তাহে দুইদিন রাজ্যকে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার। স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, এ সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে সম্পূর্ণ ও কড়া লকডাউন জারি থাকবে। আগামী সপ্তাহে বুধবার রাজ্যে পুরো লকডাউন থাকবে। আরেকটি দিন কবে তা পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
রাজ্যের কোথাও কোথাও গোষ্ঠী সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে এদিন জানান স্বরাষ্ট্রসচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। সেই ব্যাপারটি বিবেচনা করে সপ্তাহে দু’দিন লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।