
নির্বাচনের প্রাক্কালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। নির্বাচনকালীন সময়ে দলের সব ধরনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নির্বাচনকালীন সময়ে দলের সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন,
“আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে—গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশপন্থা নিয়ে।”
তিনি আরও উল্লেখ করেন,“এই প্রতিটা শব্দ আমি আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি। এই শব্দগুলোই আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এই বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তাই ছিল, যা আমি চেয়েছিলাম।”
তার এই ঘোষণাকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান ও নির্বাচনকেন্দ্রিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তিনি আরও লিখেন—আজ ২৮/১২/২০২৫, ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতিনির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন।
বিশেষ করে, বিভিন্ন সময়ে জনাব আহ্বায়ক মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি। এ সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে আমি
নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সকল কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি। এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যেকোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ঘোষণা করছি।
প্রসঙ্গত, এর আগে গত ১৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কেনেন নুসরাত তাবাসসুম। তবে গত ১০ ডিসেম্বর ১২৫ আসনে প্রার্থী দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এই প্রার্থী তালিকায় ঠাঁই মেলেনি দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


