স্পোর্টস ডেস্ক : চাকরি হারাতে যাচ্ছেন হাথুরু সিংহে সেটা জানা গিয়েছিল আগেই। শ্রীলঙ্কার চাকরি যেকোন মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে হাথুরুর এমনটা জানা গিয়েছিল বিশ্বকাপের পরপরই।
বাংলাদেশ সিরিজে ভালো করেছিল শ্রীলঙ্কা। হাথুরু হয়তো ভেবেছিলেন এবার বোধহয় টিকে যাবেন। সম্ভাবনাও ছিল। গুঞ্জন বেড়িয়েছিল নিউজিল্যান্ড সিরিজে তাকে কোচ হিসেবে রেখেও দিতে পারে।
সব গুঞ্জনের পর অবশেষে গনতুন কোচই নিয়োগ দিয়েছে লঙ্কানরা। নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। কোচের দায়িত্বে থাকবেন দেশটির সাবেক কোচ এবং ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাহী কর্মকর্তা জেরোমে জয়ারত্নে। আর সিরিজ চলার সময়ই কে হবে নতুন কোচ তা নির্ধারণ করা হবে।
হাথুরু সিংহেকে অবশ্য বরখাস্ত করা হয়নি। আপাতত তার সাথে চুক্তি স্থগিত করেছে। তার সাফল্য-ব্যর্থতা পর্যালোচনা করেই পরের সিদ্ধান্ত নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



