বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভারতে কয়েকদিন আগে শেষ হয়েছে 5G স্পেকট্রাম নিলাম। চলতি মাসেই ভারতে 5G পরিষেবা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ভারতের বাজারে একের পর এক নতুন 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। চলতি সপ্তাহে ফের নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে Realme। ১৮ অগাস্ট লঞ্চ হতে চলেছে Realme 9i 5G। এই ফোনে থাকতে চলেছে MediaTek Dimensity 810 চিপসেট। থাকবে 5,000 mAh ব্যাটারি। এই ফোনের ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। সঙ্গে থাকবে 180 Hz টাচ স্যামপ্লিং রেট।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে 5,000 mAh ব্যাটারি থাকবে। Realme 9i 5G ফোনটি 8.1 mm পাতলা। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গে থাকবে LED ফ্ল্যাশ।
১৮ অগাস্ট সকাল 11 টা 30 মিনিটে এই ফোন লঞ্চ শুরু করবে Realme। এই ফোনকে ‘The 5G Rockstar’ নাম দিয়েছে চীনা সংস্থাটি।
একাধিক রিপোর্টে জানা গিয়েছে ব্ল্যাক ও গোল্ড কালারে এই ফোন কেনা যাবে। চলতি বছর জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল Realme 9i। সেই ফোনের উত্তরসূরি Realme 9i 5G।
Realme 9i ফোনে ছিল 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতেও 90 Hz রিফ্রেশ রেট দিয়েছিল Realme, ফোনের ভিতরে ছিল Qualcomm -এর Snapdragon 680 চিপসেট। সঙ্গে ছিল Adreno 610 GPU। শক্তিশালী চিপসেটের সঙ্গেই এই ফোনে ছিল 6 GB পর্যন্ত LPDDR4X RAM।
ছবি তোলার জন্য Realme 9i -এর পিছনে তিনটি ক্যামেরা দিয়েছিল realme। প্রাইমারি ক্যামেরায় ছিল 50 MP সেন্সর। সঙ্গে একটি 2 MP পোট্রেট ক্যামেরা দিয়েছিল Realme। এছাড়াও এই ফোনে ছিল একটি 2 MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ছিল 16 MP ক্যামেরা।
128 GB স্টোরেজে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। যদিও সঙ্গে ছিল 1 TB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট। যদিও এই ফোনে 5G সাপোর্ট ছিল না। কানেক্টিভিটির জন্য এই ফোনে ছিল 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 mm হেডফোন জ্যাক। ফোনের পাশে ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ভিতরে ছিল 5,000 mAh ব্যাটারি। সঙ্গে ছিল 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 9i -এর ওজন 190 গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।