আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে বলে দাবি করেছে ইরান। নিষেধাজ্ঞাগুলোর মধ্যে আছে বিভিন্ন বীমা, তেল এবং জাহাজ চলাচল। খবর রয়টার্স’র।
বুধবার (২৩ জুন) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ২০১৫ সালে পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে রাজি হয়েছিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।
২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরা নিয়ে ভিয়েনায় ইরান ও পশ্চিমা দেশগুলোর আলোচনা চলছে। মাঝে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা বন্ধ ছিল। নির্বাচনের দুইদিন পর ফের আলোচনা শুরু হয়। সেখান থেকে ইরানের মাহমুদ ভাইজি বলেছেন, ‘ট্রাম্পের দ্বারা আরোপিত সমস্ত বীমা, তেল এবং শিপিং নিষেধাজ্ঞাগুলি অপসারণের জন্য একটি চুক্তি হতে যাচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।