বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : টেক কোম্পানি ইনফিনিক্স গ্লোবাল মার্কেটে তাদের Hot 50 সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন Infinix Hot 50 Pro Plus স্মার্টফোন লঞ্চ করেছে। এটি বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইটের পক্ষ থেকে অফিসিয়ালি ভিডিওর মাধ্যমে ফোনের সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।
বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন
কোম্পানির Infinix Hot 50 Pro Plus স্মার্টফোনটি world’s slimmest 3D-curved SlimEdge design সহ ফোন বলে জানানো হয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 6.8 মিলিমিটার (6.8mm) রয়েছে। ইনফিনিক্সের বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনো কোম্পানি এইরকম অত্যন্ত কম থিকনেস এবং কার্ভ এমোলেড ডিসপ্লে সহ ফোন পেশ করেনি। এই ফোনটির ওজন মাত্র 162 গ্রাম।
এই স্মার্টফোনটি TitanWing Architecture দিয়ে তৈরি এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী আল্ট্রা-স্লিম এজ ও অত্যন্ত মজবুত ডিউরেবিলিটি দেওয়া হয়েছে। ফোনটিকে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং সহ পেশ করা হয়েছে। ইনফিনিক্স জানিয়েছে ভেজা বা তেল সহ হাতেও এই ফোনটি ব্যাবহার করা যাবে এবং স্ক্রিন কোনো সমস্যা ছাড়াই কাজ করবে।
Infinix Hot 50 Pro+ এর স্পেসিফিকেশন
120Hz 3D Curved AMOLED Screen
MediaTek Helio G100
8GB Expandable RAM
8GB RAM + 256GB Storage
50MP Triple Rear Camera
33W 5,000mAh battery
ডিসপ্লে: Infinix Hot 50 Pro+ স্মার্টফোনে 3D কার্ভড এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 1300নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Infinix Hot 50 Pro+ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হ্যালিও জি100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8–কোর সিপিইউ তে 2.2GHz ক্লক স্পীডের দুটি Cortex-A76 কোর এবং 2GHz ক্লক স্পীডের ছয়টি Cortex-A55 কোর রয়েছে।
স্টোরেজ: ইনফিনিক্সের এই স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM দেওয়া হয়েছে। এই ফোনে 8GB এক্সপেন্ডেবল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং মেমরি কার্ড সাপোর্ট করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Hot 50 Pro Plus ফোনটির ব্যাক প্যানেলে ভার্টিক্যাল সেপে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল সেন্সর সহ পোট্রেট লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Hot 50 Pro+ স্মার্টফোনটিতে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Infinix Hot 50 Pro+ এর দাম
কেনিয়ার শপিং সাইটে এই ফোনটি 25999 Kenyan Shilling প্রাইস সহ লিস্টেড হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনের দাম প্রায় 16,900 টাকা হবে। এটি ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Black, Purple, Gray এবং Green কালার অপশনে সেল করা হবে। এখনও পর্যন্ত জানানো হয়নি Infinix Hot 50 Pro+ স্মার্টফোনটি ভারতীয় বাজারে কবে লঞ্চ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।