বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইসরায়েলের বেশ কয়েকটি সরকারি সাইটে বড় আকারের সাইবার হামলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইবার হামলা। ইসরায়েলি সাইবার কর্তৃপক্ষ জানায়, সোমবার সন্ধ্যায় ইসরায়েলের বেশ কয়েকটি সরকারি সাইট ডিজিটাল-ডিনায়াল অব সার্ভিস বা ডিডিওএসের শিকার হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম হারেেজর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়সহ (পিএমও) স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিচার ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। সোমবার এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা হারেত্জকে জানান, সোমবার সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে বড় আকারের সাইবার হামলা হয়েছে।
আরেক প্রতিরক্ষা সূত্র জানায়, ইসরায়েলের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় সাইবার হামলা। কোনো রাষ্ট্রীয় মদদপুষ্ট গোষ্ঠী কিংবা বৃহৎ সংস্থা এ হামলা চালাতে পারে। তবে কে বা কারা এ হামলায় জড়িত এখনো উদ্ধার করা যায়নি।
সাইবার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রতিরক্ষা বিভাগ ও ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট। ইসরায়েলের বিদ্যুৎ ও পানি কোম্পানিসহ সরকারি অবকাঠামো ও কৌশলগত গুরুত্বপূর্ণ ইসরায়েলি ওয়েবসাইটগুলো এ হামলার শিকার হয়েছে কিনা তা দেখা হচ্ছে।
ডটগভডটইল ডোমেইন ব্যবহার করে ওয়েবসাইটগুলোয় হামলা চালানো হয়েছে বলে দাবি প্রতিরক্ষা বিভাগের। হামলার পর জরুরি একটি বৈঠক ডাকেন ইসরায়েলের যোগাযোগমন্ত্রী ইওয়াজ হেন্ডেল। আক্রান্ত ওয়েবসাইটগুলো পুনরায় সচলে কাজ করে যাচ্ছে টেলিযোগাযোগ কোম্পানিগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।