বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোল্ডিং ফোন নিয়ে এসেছে বেশ কয়েকটি কোম্পানি। তার মধ্যে স্যামসাং অন্যতম। বৈশ্বিক বাজারে স্যামসাংয়ে ফোল্ডিং ফোনের জনপ্রিয়তা অনেক বেশি।
স্যামসাংয়ের মতো বৈশ্বিক বাজার দখল করতে এবার ফোল্ডিং ফোন আনছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি অপো। ফোনটির নাম দেয়া হয়েছে অপো ফাইন্ড এন ফোল্ডেবল ফোন।
টেক ব্লগারদের মতে, স্যামসাংয়ের ফোল্ডিং ফোন বা ভাঁজ করা ফোনকে টক্কর দেবে এই ফোন।
ইতিমধ্যে চীনে ফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। ফোন বাজারে আসবে ২৩ ডিসেম্বর। এর দাম হবে ৭৬৯৯ চাইনিজ ইয়েন। যা বাংলাদিশ টাকায় লাখ খানেকেরও বেশি।
শোনা যাচ্ছে, ২কে রেজুলেশন থাকবে এই ফোনে। ভাঁজ খুললেই ৮ ইঞ্চি ট্যাবলেটের সাইজ নেবে এই ফোন। অপোর এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে।
অপো দাবি করছে, তাদের আপকামিং ফোল্ডিং ফোন ফেক্সিয়ন হিঞ্জ দেওয়া হয়েছে। যা দুই দিক থেকে বন্ধ হলেও ডিসপ্লের ওপর কোনও দাগ দেখাবে না। যা অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে আলাদা করবে অপো ফাইন্ড এন মডেলটিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।