বাজারে সবজির দামে স্বস্তি রয়েছে। সবজির দাম আর বৃদ্ধি পায়নি। তবে মাছ মাংসের বাজার আগের মতই স্থিতিশীল। আপনি খাসি বা গরু বা মুরগির মাংস যেটা কিনতে চান চওড়া দামে কিনতে হবে। চালের বাজারে কোন সুখবর নেই। রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমন অবস্থা দেখা গেছে। মাছের বাজারে আগের থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে।
এমনকি অনেক মাছের দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আপনি যদি নদীর মাছ ক্রয় করতে চান তাহলে আরো বেশি টাকা খরচ করতে হবে। রুই বা কাতলা মাছ ক্রয় করতে হলে ৪৫০ টাকা পর্যন্ত কেজিতে খরচ করতে হবে। ১২০০ টাকার নিচে চিংড়ি মাছ পাওয়া কঠিন ব্যাপার।
সবশেষ সপ্তাহে শবে বরাত উপলক্ষে গরু আর খাসির মাংসের দাম চড়িয়েছিলেন দোকানিরা। এখনও বাড়তি দাম হাঁকছেন তারা। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২শ’ টাকা কেজিতে। গরুর মাংসের জন্য গুণতে হবে সাড়ে সাতশো থেকে আটশো টাকা।
কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় দামের চড়াবস্থা বিরাজ করছে পোল্ট্রি বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকায়। কেজিতে ৪০ টাকা বেড়ে এক কেজি দেশি মুরগির জন্য গুণতে হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা। ৩২০ টাকা কেজির নীচে মিলছে না সোনালী জাত।
আগের চড়া দরেই স্থিতিশীল মিনিকেট ও নাজিরশাইলের দাম। ৫০ থেকে ৫২ টাকায় মিলছে মোটা চাল। ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে আমদানির প্রভাব পড়েনি বাজারে। কেননা যৌক্তিক দামে একই মানের চাল আনা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।