এক মাস আগে OnePlus 10T স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এটি নিয়ে জল্পনা-কল্পনা শেষ না হতেই এখন বলা হচ্ছে যে OnePlus 11 Pro স্মার্টফোনটি শীঘ্রই সবার সামনে উন্মোচন করা হবে।
ইন্টারনেটে ফাঁস হওয়ার তথ্য অনুযায়ী ওয়ান প্লাসের ১১ প্রো স্মার্টফোনটিকে প্রোটোটাইপ ডিভাইস বললে ভুল হবে না। ওয়ানপ্লাস হ্যান্ডসেট নিয়ে কথা বলতে হলে ক্যামেরা বাম্পের প্রসঙ্গ আসবেই। কেননা এটির ক্যামরা বাম্প প্রত্যেক মডেল অনুযায়ী ভিন্ন ডিজাইনের হয়ে থাকে। আকর্ষণীয় ক্যামেরা বাম্পের কারণে এটির ডিজাইন খুব সুন্দর হয়ে থাকে।
ধারণা করা হচ্ছে ওয়ান প্লাস ১১ প্রো এর ক্যামেরা বাম্প একটা বড় সার্কেলের মত হবে। অন্য হ্যান্ডসেট এর তুলনায় ওয়ান প্লাসের একটি ইউনিক ফিচার হচ্ছে এলার্ট সুইচ এর ফিচার থাকা। এর ফলে আপনি ভাইব্রেট এবং সাইলেন্ট মোডের মধ্যে দ্রুত সুইচ করতে পারবেন।
তবে ওয়ান প্লাসের এই স্মার্টফোনটির সামনের অংশের ডিজাইনের তেমন পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না। সামনে পাঞ্চ হোলের ক্যামেরা ডিজাইন এবং কার্ভ করা ডিসপ্লে থাকবে।
পাশাপাশি এ হ্যান্ডসেটের সেলফি ক্যামেরা সামনের ডিসপ্লে এর বামদিকের উপরের কর্ণারে থাকবে। খুব সম্ভবত কোয়ালকমের সবথেকে নতুন স্ন্যাপড্রাগন এইট জেন টু প্রসেসর দ্বারা স্মার্টফোনটি চালিত হবে।
OnePlus 11 Pro মডেলের স্মার্টফোনটি ২০২৩ সালে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে যাচ্ছে। তবে ওয়ান প্লাস টেন প্রো হ্যান্ডসেট চীনে জানুয়ারি মাসে রিলিজ করা হয়েছিল। সেটি চীনের বাইরে বিশ্বব্যাপী মার্কেটে আসতে আরো সময় নিয়েছে।
তাই এবার হয়তো একই রকম ঘটনা ঘটতে পারে। ওয়ান প্লাস স্মার্টফোনটি সর্বপ্রথম চীনে রিলিজ করা হবে এবং আরো কিছুটা সময় নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মার্কেটে চলে আসবে। স্মার্টফোনটির দাম ভারতে হবে ৫০ হাজার রুপি ও বাংলাদেশে ৬৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।