বিপিএলের নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বরিশালকে শিরোপা উপহার দিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এদিকে ১৩ দিনে আগে আসর থেকে বিদায় নিয়েও আজ শিরোপা নির্ধারণী মঞ্চে পুরস্কৃত হয়েছেন শরিফুল ইসলাম ও নাঈম শেখ। বিপিএলের এ আসরের সেরা বোলারের পুরস্কার নিয়েছেন শরিফুল; আর সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন নাঈম।
টুর্নামেন্টের সেরা উইকেটশিকারি হয়েছেন ঢাকার পেসার শরিফুল বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন ১৭ ফেব্রুয়ারি। তবুও এখন পর্যন্ত সবার ওপরেই তিনি। বিপিএলের দশম আসরে শরিফুল পেয়েছেন ২২ উইকেট। মাত্র ১৫.৮৬ গড়ে উইকেট শিকার করেছেন তিনি আর ওভারপ্রতি দিয়েছেন ৮ এর কম।
এদিকে একই দলের হয়ে খেলেছেন নাঈম। ফলে তার ম্যাচও শেষ হয়েছে শরিফুলের সঙ্গে। ১২ ম্যাচ খেলে তিনি অবদান রেখেছেন ৮টি উইকেটের পেছনে। যার কারণে তিনি টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন। ব্যাট হাতেও এই আসরে দারুণ ধারাবাহিক ছিলেন নাঈম। ১২ ম্যাচে প্রায় ২৬ গড় নিয়ে তিনি ৩১০ রান করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।