স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শিরোপা নিয়েই ফিরবেন এমন প্রত্যাশা নিয়েই ইংল্যান্ড গিয়েছিলেন ভারত। কিন্তু সেই আশা পূরণ হল না কোহলিদের। ফাইনালের এত কাছে এসে দলের এমন ব্যর্থতায় সব চেয়ে বেশী হতাশ হয়ে পড়েছেন রোহিত শর্মাই।
টুর্নামেন্টে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করেছেন। ভারত ছিটকে পড়ার পরও এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এই রোহিত। তবে সেমিফাইনালের যে লড়াইয়ে দল ব্যর্থ হয়েছে, সেখানে ব্যর্থ ছিলেন তিনিও। করেন মাত্র ১ রান।
ভারতের সেমিফাইনাল শেষ হয়েছে ১০ জুলাই। এতদিনে তো দেশে ফিরে আসার কথা কোহলি বাহিনীর। সেটা হয়নি। ভারত ফাইনালে খেলবে, সেটা ধরেই যে ফিরতি টিকিট কাটা হয়েছিল। ১৪ জুলাই ফাইনাল পর্যন্ত তাই ইংল্যান্ডেই থাকতে হচ্ছে ভারতীয় দলকে।
আর তাই টুর্নামেন্ট শেষ করেই কোহলিদের ইংল্যান্ডে রেখেই দেশে ফিরে আসেন তিনি। গত শুক্রবার রাত তিনি মুম্বাই ফিরেন। দেশে ফিরে তিনি কারও সাথে কথা বলেননি, ছিল না কোনো গণমাধ্যমের উপস্থিতি। দলের ব্যর্থতা নিয়ে কথা বলতে কারই বা ভালো লাগে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।