Advertisement
হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় শিশু অভিনেতা শিবলেখ সিং (১৪) সড়ক দুর্ঘটনায় মা’রা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাইপুরে একটি মিডিয়াকে সাক্ষাৎকার দিতে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে তার মৃ’ত্যু’ হয়। এ সময় সঙ্গে থাকা শিবলেখের মা-বাবা গুরু’তর আহত হয়েছেন।
রাইপুরের পুলিশ সুপার আরিফ শেখ জানান, শিবলেখ ঘটনা’স্থলেই মা’রা যান। তার মা লেখা সিং, বাবা শিবেন্দ্র সিং এবং নবীন সিং গু’রুতর আহ’ত হন। এর মধ্যে লেখা সিংয়ের অবস্থা আশঙ্কাজনক। মূলনিবাস ছত্তিশগড় হলেও গত দশ বছর শিবলেখের পরিবার মুম্বাইতে বসবাস করে আসছে।
বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা ছিলেন শিব’লেখ। এর মধ্যে ‘কেশরী নন্দন, ‘বাল বীর’, ‘সাসুরাল সিমার কা’ ও ‘সংকটমোচন হনুমান’ অন্যতম। তিনি বিভিন্ন টিভি রিয়েলিটি শো’তেও অংশগ্রহণ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।