স্পোর্টস ডেস্ক : ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের ফাইনাল হওয়ার কথা রয়েছে আগামী ৮ নভেম্বর। আইপিএল খেলতে প্রথম দল হিসেবে আরব আমিরাতে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
আইপিএলের অন্য দলগুলো ২০ আগস্টের মধ্যে আরব আমিরাতের উদ্দেশে পাড়ি জমালেও চেন্নাই আগস্টের দ্বিতীয় সপ্তাহেই মরুর দেশে পৌঁছাতে চায়। এমনটাই জানিয়েছে গলফ নিউজ।
আইপিএলের গত আসরে রানার্সআপ ছিল চেন্নাই। তারা শ্বাসরুদ্ধকর ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে শিরোপা খুইয়েছিল। আইপিএলের আসরকে সামনে রেখে গত মার্চেই অনুশীলনে নেমেছিল চেন্নাই।
যদিও করোনা পরিস্থিতির কারণে তাদের প্রস্তুতি বাতিল হয়ে যায়। তবে অনেক খেলোয়াড়ই নিজ উদ্যোগে অনুশীলন করেছেন। দলটির অন্যতম ব্যাটিং ভরসা সুরেশ রায়নাতো ব্যাট প্যাড নিয়ে নেটেই নেমে পড়েছেন নিজেকে তৈরি করে নিতে।
গত বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। আইপিএল দিয়েই তিনি মাঠে প্রত্যাবর্তন করবেন বলে আশাবাদী তার ভক্তরা। দলের সঙ্গে তার আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



