সমদ্রের পানির নিচে বিস্ময়ের শেষ নেই। পানির নিচে অনুসন্ধান করে আর্শ্চযজনক বস্তুর উপস্থিতি পাওয়া গেছে। আজ তা নিয়ে জুমবাংলার পাঠকদের জন্য বিস্তারিত আলোচনা করা হবে।
ইউএসএস অরিস্কানি যুক্তরাষ্ট্র এর মিলিটারি জাহাজ ছিলো। ভিয়তনাম যুদ্ধে এটি অংশগ্রহণ করেছিলো। যুক্তরাষ্ট্র সরকার স্বপ্রণোদিত হয়ে জাহাজটি পানির নিচে ডুবে যায়।
পরবর্তী সময়ে এই মিলিটারি জাহাজটি অনুসন্ধানের জন্য পানির নিচে অভিযান চালানো হয়েছিল। বর্তমানে যে কেউ চাইলে জাহাজটি দেখার জন্য সমুদ্রের নিচে ঘুরে আসতে পারেন।
যুক্তরাষ্ট্রের এক গবেষক দল মধ্যযুগের মিলিটারি জাহাজে ব্যবহৃত একটি বিশাল কামান খুঁজে পায়। এ কামানের ওজন তিন হাজার পাউন্ড।
প্রাচীনকালের একটি এনালগ কম্পিউটার পানির নিচে অনুসন্ধান করে খুঁজে পাওয়া যায়। এটি ওই সময়ে মিশরে ব্যবহৃত হয়েছিল। প্রাচীনকালের বৈজ্ঞানিক মেকানিজম এখানে ব্যবহার করা হয়েছে।
দিন-তারিখ খুঁজে বের করার জন্য এ জন যন্ত্রটি খুব উপকারী ছিল। মেক্সিকো উপকূল থেকে একটু দূরে পানির নিচে বিশেষ নদী খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। এটিকে আন্ডারওয়াটার রিভার বলা হয়।
এ নদীর উপরের পানি একদম পরিষ্কার ও স্বচ্ছ। আমেরিকার নিউ জার্সিতে ব্যবহৃত মধ্যযুগের একটি ট্রেন পানির নিচে খুঁজে পাওয়া গেছে। ধারণা করা হয় ১৮৫০ সালে ট্রেনটি যাত্রী বহনের কাজে ব্যবহার করা হতো।
জাপানের সমুদ্রের নিচে Yonaguni Monument খুঁজে পাওয়া যায়। এ স্মৃতিস্তম্ভের ছবি যখন প্রবেশ করা হয় তা বিস্ময় তৈরি করেছিল। প্রাচীন যুগে জাপানের সভ্যতার নিদর্শন হিসেবে এটি পরিচিতি পায়। জাপান সরকার অবশ্য এটির অনুসন্ধান নিয়ে আর বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে গবেষক এবং ভ্রমণকারীরা ইচ্ছা করলেই সমুদ্রের তলদেশ থেকে এ জায়গাটি ঘুরে আসতে পারেন।
ফ্রান্সের এক গবেষক সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া শহর খুঁজে পেয়েছেন। আগের সময়ের নানা দেয়াল, স্মৃতিস্তম্ভ, জাহাজ ও বিশাল আকারের মূর্তি পানির নিচে খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় মিশরের আলেকজান্দ্রা শহর যখন প্রতিষ্ঠিত হয়েছিল সে সময়ের নিদর্শন এর সাথে এসবের মিল রয়েছে। এটিকে Lost City of Herakleion বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।