জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নুসরাত তাবাসসুমের ওই ছবিটি আসল নয় বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার জানায়, অনুসন্ধানে 15th Second নামক একটি ইউটিউব চ্যানেলে গত ৪ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা ব্যাকগ্রাউন্ড এবং পাশের মানুষজনের চেহারার সঙ্গে আলোচিত ছবিটির হুবহু মিল দেখা যায়।
অনুসন্ধানে এখন টিভির ইউটিউব চ্যানেলে গত ৩১ ডিসেম্বর প্রচারিত ‘শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি লাইভ পাওয়া যায়। ২ ঘণ্টা ২৯ মিনিটের লাইভটির ১ ঘণ্টা ২ মিনিটের পর একটি দৃশ্যের সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে।
তবে, উক্ত দৃশ্যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে শাড়ি পরা অবস্থায় বসে থাকতে দেখা যায়।
অর্থাৎ, গত ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে নুসরাত তাবাসসুমের বসে থাকার একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
রিউমর স্ক্যানার জানায়, জনসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুমের বসে থাকার আলোচিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।