Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সমাজ, সংস্কার ও পারিবারিক চাপে গড়ে ওঠছে সিদ্ধান্তহীন এক প্রজন্ম
    জাতীয় ডেস্ক
    জাতীয় স্লাইডার

    সমাজ, সংস্কার ও পারিবারিক চাপে গড়ে ওঠছে সিদ্ধান্তহীন এক প্রজন্ম

    জাতীয় ডেস্কSoumo SakibJuly 14, 20253 Mins Read
    Advertisement

    “এই বিয়েটা আমি চাইনি। বাবা-মায়ের ইচ্ছেতেই হয়েছিল। এখন আমার জীবনের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই।” —এমনই করুণ বাস্তবতার কথা বলছিল কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার ১৭ বছরের এক কিশোরী। এসএসসি পরীক্ষায় ভালো ফল করার পরও তাকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। এখন সে গর্ভবতী—যেখানে তার নিজের কোনো মানসিক প্রস্তুতিই ছিল না।

    সমাজ, সংস্কার ও পারিবারিকএটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে প্রতিদিন শত শত কিশোর-কিশোরী তাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে না। জন্ম, শিক্ষা, বিয়ে কিংবা সন্তান—অনেককিছুই ঘটে তাদের অজান্তে। রাইজিংবিডির করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

    জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের ১৫–২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা প্রায় ২ কোটি ৯০ লাখ। অথচ এই বিপুল জনগোষ্ঠীর বড় একটি অংশ নিজেদের জীবনের মৌলিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায় না। সমাজ, সংস্কার ও পারিবারিক চাপে তারা হয়ে পড়ে সিদ্ধান্তহীন এক প্রজন্ম।

    এই প্রেক্ষাপটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫-এর প্রতিপাদ্য: “ন্যায্য ও সম্ভাবনাময় বিয়ে ও পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    তথ্যের অভাবে থমকে যায় ভবিষ্যৎ
    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশের ১৫–১৯ বছর বয়সী কিশোরী মায়েদের ৬০ শতাংশই আধুনিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সঠিক ব্যবহার জানে না। অথচ এই বয়সেই তাদের অনেককে গর্ভধারণ করতে হচ্ছে—নিজের অজ্ঞতার ভারেই।

    স্কুল-কলেজে যৌনশিক্ষা অনুপস্থিত, পরিবারে এই বিষয়ে আলোচনা নিষিদ্ধ, আর সমাজের রক্ষণশীলতা তরুণদের তৈরি করছে এক ধরনের ভয়ভীতির আবরণে—যেখানে জ্ঞান, সিদ্ধান্ত কিংবা স্বাধীনতা বলতে কিছু নেই।

    মেয়েদের জীবনে বিয়ে মানেই চূড়ান্ত সিদ্ধান্ত
    বাংলাদেশে প্রতি চারজন কিশোরীর একজন এখনও ১৮ বছর হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসে। যদিও আইনে বাল্যবিয়ে দণ্ডনীয়, বাস্তবে এর প্রতিকার নেই বললেই চলে। মেয়েদের মতামত না নিয়েই অনেক সময় বাবা-মায়েরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফলে শিক্ষাজীবন, স্বপ্ন ও আত্মপরিচয়—সবই হয়ে পড়ে অনিশ্চিত।

    ছেলেরাও বন্দী বাস্তবতায়

    এই বাস্তবতা শুধু নারীদের নয়, পুরুষদেরও স্পর্শ করছে। মাদারীপুরের কলেজপড়ুয়া জামিল হোসেন জয় জানান, “২১ বছর বয়সে পরিবারের চাপে বিয়ে করি। এরপর সংসারের চাপ সামলাতে গিয়ে পড়াশোনা বাদ দিতে হয়েছে।”

    বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের উপকারভোগী হিসেবে না দেখে তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশীদার করতে হবে। তাদের ক্ষমতায়ন না হলে উন্নয়নের স্বপ্ন শুধু কাগজেই থাকবে।

    এজন্য প্রয়োজন বাস্তবমুখী উদ্যোগ—কিশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র, যৌনতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বাধ্যতামূলক শিক্ষা, গোপনীয় হেল্পলাইন ও পরামর্শ কেন্দ্র, অনলাইন সচেতনতামূলক প্ল্যাটফর্ম, পরিবার পরিকল্পনা নিয়ে তরুণদের প্রশিক্ষণমূলক কর্মসূচি।

    জাতীয় দিবসে উন্নয়নের বার্তা

    ১১ জুলাই আন্তর্জাতিকভাবে পালিত হলেও, জাতীয় পর্যায়ে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫-এর মূল অনুষ্ঠান হচ্ছে ১৪ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে।

    এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “তরুণদের আমরা সিদ্ধান্ত নিতে দিই না, অথচ তাদের নিয়েই উন্নয়নের স্বপ্ন দেখি—এই দ্বৈততা বন্ধ করতে হবে।”

    তিনি আরো বলেন, “পরিবার ও সমাজকে বুঝতে হবে—তরুণদের ভয় নয়, বরং তাদের মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দিলেই গড়ে উঠবে শক্তিশালী সমাজ।”

    স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা মো. মাহবুবুল রহমান বলেন, “বাল্যবিয়ে রোধে ধর্মীয় ও স্থানীয় নেতাদের সম্পৃক্ত করতে হবে। তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন করতে হবে। পরিবার পরিকল্পনা বিষয়ে পিতা-মাতাদের প্রশিক্ষণ দিতে হবে। তরুণদের নিজস্ব মতামতের ভিত্তিতে নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

    তিনি আরো বলেন, “জাতির ভবিষ্যৎ তরুণদের হাতেই। কিন্তু এই হাত যদি নিয়ন্ত্রণহীন, পরাধীন এবং অসচেতন থাকে, তবে জাতীয় উন্নয়নও অন্ধকারেই রয়ে যাবে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ তাই কেবল আনুষ্ঠানিকতা নয় এটি তরুণদের আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্মান ও সিদ্ধান্তগ্রহণের অধিকারে বিশ্বাস স্থাপনের বার্তা। তরুণদের ওপর বিশ্বাস রাখুন। তাদের প্রশ্ন করার সুযোগ দিন। সিদ্ধান্ত নিতে শেখান। তবেই গড়ে উঠবে একটি আত্মনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় বাংলাদেশ।”

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘জাতীয় bangladesh, Family Pressure Indecisive Generation Social Pressure youth এক ওঠছে গড়ে? চাপে তরুণ প্রজন্ম পারিবারিক পারিবারিক চাপ প্রজন্ম সমাজ সংস্কার সামাজিক চাপ সিদ্ধান্তহীন সিদ্ধান্তহীনতা স্লাইডার
    Related Posts

    শুধু হাসিনার পতন নয়, দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি : নাহিদ ইসলাম

    July 14, 2025
    প্রেস উইং

    সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে: প্রেস উইং

    July 14, 2025
    আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

    July 14, 2025
    সর্বশেষ খবর
    স্কলারশিপ পাওয়ার নিয়ম

    স্কলারশিপ পাওয়ার নিয়ম: সাফল্যের পথে আপনার অবিস্মরণীয় যাত্রা

    জেদ্দায়

    করাচি যাওয়ার উদ্দেশ্যে ফ্লাইটে উঠলেন যাত্রী, বিমান গেলো জেদ্দায়

    আনুশকা

    বর্তমানে আমার জীবনে বিশেষ কেউ নেই : আনুশকা

    রামায়ণ

    পাকিস্তানে মঞ্চায়িত হলো ‘রামায়ণ’, সম্প্রীতির নতুন বার্তা

    শুধু হাসিনার পতন নয়, দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি : নাহিদ ইসলাম

    প্রেস উইং

    সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে: প্রেস উইং

    ঘড়ি

    সব কাজ ডান হাত দিয়ে, কিন্তু ঘড়ি কেন বাম হাতে পরা হয়? ভেবে বলুন তো উত্তরটা!

    শাকিব খান

    দেশ ছাড়লেন শাকিব খান, মিশন হলিউড?

    আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

    শেখার জন্য সেরা অ্যাপ

    শেখার জন্য সেরা অ্যাপ:জীবনে শিখুন সহজে!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.