চবি প্রতিনিধি : কয়েক বছর অব্যহত চেষ্টার পর চায়নার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি(এসআইও)-র সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরিন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হলো।
চায়নার অন্যতম ডিজিটাল সিটি হ্যাংঝুতে অবস্থিত এসআইও-র আমন্ত্রণে চবি উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড মোঃ কামাল উদ্দিন ও ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক এবং উল্লিখিত গ্রাউন্ড ষ্টেশন নির্মাণ প্রকল্পের সমন্বয়ক ড মোহাম্মদ মোসলেম উদ্দিন চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি সরজমিনে দুই দিনব্যাপী এসআইও-র কার্যক্রম পরিদর্শন করে ১৯ ডিসেম্বর এ চুক্তি স্বাক্ষর করে।
এসআইও-র পক্ষে প্রতিষ্ঠানপ্রধান ডাইরেক্টর জেনারেল অধ্যাপক ড. ফ্যাং ইংজিয়া (Fang Yinxia) ও চবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরিন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হলে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগরের আবহাওয়া ও জলবায়ু গবেষণার সুযোগ ও সক্ষমতা বাড়বে।
এ ছাড়া এতদঞ্চলের আবহাওয়া ফোরকাস্টিং, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং অনন্বেষিত সমুদ্র সম্পদের তথ্য সংগ্রহ ও টেকসই সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।