সমুদ্রের পানি নীল দেখায়, তাহলে নদীর পানি নয় কেন? আসলে পানির রং বলতে গেলে পরিষ্কার, স্বচ্ছ, সাদা। কিন্তু সূর্যের আলোর বড় তরঙ্গদৈর্ঘ্যের লাল, কমলা, সবুজ প্রভৃতি রশ্মি সমুদ্রের পানিতে বেশি শোষিত হয় আর কম তরঙ্গদৈর্ঘ্যের নীল রশ্মি সবচেয়ে কম শোষিত হয়ে বেশ কিছুটা নীল রং ফেরত আসে।
সমুদ্রের পানিতে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে আমাদের চোখে নীল রংটি পৌঁছায় বলে সমুদ্রের পানি নীল দেখায়। আকাশও নীল দেখায় ঠিক একই কারণে। বাতাসে নীল রংটি বেশি বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে পড়ে। সেই রংটিই আমাদের চোখে পৌঁছে আকাশের রং নীল হয়ে ধরা দেয়।
এখন প্রশ্ন ওঠে, তাহলে নদীর পানি কেন নীল দেখায় না, বরং অনেকটা সাদা বা একটু ছাইরঙা? এর কারণ হলো সমুদ্রের তুলনায় নদীর পানি অনেক কম। এত কম যে পর্যাপ্ত পরিমাণ নীল রঙের বিচ্ছুরণ ঘটে না। তাই সাদা বা সাদার কাছাকাছি ছাই রঙের দেখায়। এক গ্লাস পানি তো আরও সাদা ও স্বচ্ছ দেখায়। কারণ, এত কম পানি যে নীল রঙের বিচ্ছুরণ চোখে পড়ার মতো নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।