বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান। রাজনীতির অঙ্গনে আলাদা শিবিরে দুই তারকা। যদিও তারা ব্যক্তি জীবনে বন্ধু। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজনৈতিক দূরত্বটা একটু কমল।
নুসরাত জাহান ২০১৯ সাল থেকে তৃণমূলের সাংসদ। অন্যদিকে, বুধবার (১০ নভেম্বর) পর্যন্ত বিজেপির সদস্য ছিলেন শ্রাবন্তী। কিন্তু বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিলেন, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। গত বিধানসভা নির্বাচনে আমি এই দলের হয়ে নির্বাচনে লড়াই করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক না। এখানকার জন্য কাজের মনোভাবের অভাব রয়েছে তাদের।’
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে, কলকাতার একটি রেডিও চ্যানেলের ইউটিউব টক শোতে সঞ্চালিকা হয়ে আসছেন নুসরাত। বৃহস্পতিবার সেই টক শো— ‘ইশক উইথ নুসরাত’-এর আনুষ্ঠানিক ঘোষণায় শ্রাবন্তীকে নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ।
সাংবাদিকদের সামনে নুসরাত বললেন, শ্রাবন্তী আমার খুব ভালো বন্ধু। সে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য তাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক, বা বিজেপি, কোনো ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে পার্টি করুক— তার পাশে আমি সব সময়ে আছি।
শ্রাবন্তীর রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাইলেন না নুসরাত।
গত ১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হন। তার পর থেকেই বাড়তে থাকে বিজেপির সঙ্গে দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, টালিউডের আলোচিত তারকা নুসরাত ও শ্রাবন্তী। দুই তারকার ব্যক্তিগত জীবনই সিনেমার চেয়ে কম রঙিন না। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, যশের সঙ্গে বসবাস ও সন্তান জন্মদান নিয়ে বিনোদনপ্রেমীদের আলোচনায় নুসরাত। অন্যদিকে, একের পর সংসার পাতা, প্রেম-ভালোবাসা, ভাঙা-গড়া মিলিয়ে শ্রাবন্তীও আলোচনায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।