বিনোদন ডেস্ক : মাস কয়েক আগে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করেছেন টাইগার শ্রফ আর দিশা পাটানি ৷ নিজেরা অফিশিয়ালি জানিয়েছেন, আগামী দিনে প্রেম নয়, বন্ধুত্বের সম্পর্কই এগিয়ে নিয়ে যেতে বেশি আগ্রহী তাঁরা ৷
এবার সেই তালিকায় নাম লেখালেন ইলিয়ানা ডি’ক্রুজ ও তাঁর অস্ট্রেলিয়ান বয়ফ্রেন্ড অ্যান্ড্রু নিবোনস ৷ মাস খানেক আগেই অ্যান্ড্রুকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন ইলিয়ানা ৷ কিন্তু হঠাৎই কী কারণে সম্পর্কে জটিলতা এসেছে তা অবশ্য জানা যায়নি ৷ তবে সম্প্রতি ৭০-এর বেশি ছবি সোশ্যাল হ্যান্ডেল থেকে ডিলিট করেছেন ইলিয়ানা ৷ ছবিগুলোয় হয় অ্যান্ড্রু নিজে ছিলেন, অথবা সেগুলো অ্যান্ড্রু ছবিটা তুলেছিলেন ৷
তবে গত ১০ অগস্ট কয়েকটি লাইন লেখা একটি ছবি পোস্ট করেছিলেন ‘বরফি’র নায়িকা ৷ সেই লেখা থেকেই বোঝা যাচ্ছে ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা ৷ তিনি লিখেছেন, ‘সব সময় পরিকল্পনা করার দরকার নেই ৷ কখনও শুধু প্রাণ ভরে নিশ্বাস নেওয়ার প্রয়োজন হয় ৷ বিশ্বাস করো ৷ দেখি কী হয় ৷’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।