জুমবাংলা ডেস্ক : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছিল।
এ প্রসঙ্গে শনিবার (২৮ সেপ্টেম্বর) সোনারগাঁ হোটেলে আয়োজিত চীন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, সম্রাট গ্রেফতার কিনা তা দ্রুতই জানা যাবে।
চীনের প্রজাতেন্ত্রের ৭০ বছরের অর্জন নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী আরও জানান, চলমান অভিযান নিয়মিত চলবে। ক্যাসিনোর অভিযান র্যাবই চালাবে উল্লেখ করে তিনি বলেন, অযথা কেউ যেন হয়রানির শিকার না হয় তাই র্যাবকে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের দায়িত্ব দেয়া হয়েছে।
ইতোমধ্যে সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গত রবিবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশ দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়।
সেইসঙ্গে তার ব্যাংক হিসাবও তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
বিস্তারিত আসছে…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।