সম্রাটের উদ্দেশে যুবলীগ সহ-সভাপতি পলাশের আবেগময় স্ট্যাটাস

3জুমবাংলা ডেস্ক : ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া সদ্য বহিষ্কৃত যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের উদ্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেছেন …………তা হুবহু তুলে ধরা হলো…

আজ অনেকেই ভদ্রতার মুখোশ পড়েছে যারা আপনার অফিসে হাজিরা দিতো তারাই আজ বড় বড় কথা বলে, জাতীয় নির্বাচনের সময় আপনার কী কদর সবাই নমিনেশন পেযে আপনার অফিসে হাজির,কত নেতা দেখেছি ওয়েটিং রুমে বসে থাকতে কেউ কেউ তো আবার কবিতা ও লিখতো আপনাকে নিয়ে,যাই হউক রাজনীতিতে ষড়যন্ত্র থাকবেই….তাই বলে এত নোংরামি!

আপনার মত লোক দলে খুবই প্রয়োজন, ইনশাআল্লাহ আইনী সকল লড়াই লড়ে ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে ঢাকার রাজপথে আবার ফিরবেন….. অনেক কথা বলার ছিলো আজ আর বললাম না, ষড়যন্ত্র কারীদের বিজয় সাময়িক স্থায়ী নয়,

আপনার মত কেউ বলে না খেয়েছো যাও খেয়ে নাও’ আপনি ছিলেন কর্মীবান্ধব নেতা…. ভাই আপনার মূল্যায়ন টা করতে পারলো না কেউ…….আপনাকে এভাবে দেখবো কখনো স্বপ্নেও ভাবিনি ” আল্লাহু আপনার হেফাজত করবে ইনশাল্লাহ “”

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: মাহবুবুর রহমান পলাশ

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি ।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *