বিনোদন প্রতিবেদক : ছোট পর্দায় অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। গেলো ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে ও ‘বাংলা আমার মা’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আলোচনায় আসেন তিনি।
বর্তমান সময়ে নির্মাতারা তাকে নিয়ে কাজ করার আগ্রহ বেড়েছে অনেকখানি। ফারিনের ভাষ্যমতে প্রায় প্রতিদিনই নতুন নতুন নাটক, মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব পাচ্ছেন।
অভিনয়ের পাশাপাশি পড়াশোনা নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থেকে বিবিএ পড়ছেন তিনি।
মূলত মা সৈয়দা শারমিনের অনেক আগ্রহেই অভিনয়ে তাসনিয়া ফারিনের পথচলা। ২০১৭ সালে রানার নির্দেশনায় ‘আমরা ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ের দুনিয়ায় ফারিনের অভিষেক হয় তার।
ফারিনের বাবা জামিলুর রহমান কৃষি মন্ত্রণালয়ে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত।
তার প্রিয় অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন তারিক আনাম খান, সুবর্ণা মুস্তাফা, সালমান শাহ, জাহিদ হাসান. মোশাররফ করিম, পূর্ণিমা।
‘লাভ অ্যান্ড লস্ট’, ‘তুই শুধু আমারই’, ‘দৌড়া বাজান’, ‘ফিরে তাকাও’, ‘আমি গাধা বলছি’ সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তাসনিয়া ফারিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।