বর্তমানে বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট চলছে। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। ক্রেতারা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন কিন্তু কোন সমাধান হচ্ছে না। অনেক চেষ্টার পরেও কোন দোকানে যদি তেল পাওয়া যায় তাহলে তার সাথে বাড়তি পণ্য ক্রয় করতে বাধ্য করা হচ্ছে।
![Soybean oil crisis](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/oil11-1-jpg.webp?resize=788%2C501&ssl=1)
খুচরা ব্যবসায়ীরা ডিলারদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। সয়াবিন তেলের দাম যেন আরো এক দফা বাড়ানো হয় সেজন্য কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। যারা সয়াবিন তেলের পাঁচ লিটার বোতল কেনার জন্য এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন তারা হতাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।
বর্তমানে সয়াবিন তেলের ৫ লিটার বোতল যেন আকাশের চাঁদ হয়ে দাঁড়িয়েছে। যারা সয়াবিন তেল ক্রয় করতে পারছেন তাদের সাথে অন্য পন্য বাধ্য হয়ে ক্রয় করতে হচ্ছে। এতে করে বিক্রেতা তাদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। শেষ এক সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট চলছে দেশের বাজারে। কিন্তু সমাধানে কোন পদক্ষেপ নেই। এর আগে কৃত্রিম সংকট তৈরি করে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছিল।
খুচরা ব্যবসায়ীরা বলেন, বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ করছে না ডিলাররা। দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। আবার তেল কিনতে গেলে সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। এতে কিছুটা সরবরাহ সংকট তৈরি হয়েছে।
এদিকে ডিলারদেরও যেন যুক্তি প্রস্তুত। কারওয়ান বাজারের ভোজ্যতেল ডিলার মোহাম্মদ ইয়াসিন বলেন, কারওয়ান বাজারে প্রতিদিন চাহিদা ২০০ টনের বিপরীতে মিলছে ১০ টন। এর সঙ্গে মিল থেকেই প্রতি কার্টুনের সঙ্গে যুক্ত করে দিচ্ছে আটা, ডাল, সুজিসহ অন্য পণ্য।
উল্লেখ্য, প্রতিবছর রমজানের আগেই এমন তীব্র সংকট কেন হয় তার উত্তর জানতে সরকারি অধিদফতরের হস্তক্ষেপ কামনা করছেন বাজারে আগত সাধারণ গ্রাহকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।