নিজস্ব প্রতিবেদক : গ্রামীনফোনের কাছে বিটিআরসি’র পাওনা টাকা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা। এ টাকা আদায় করতে দীর্ঘদিন ধরে গ্রামীনফোনের সাথে চিঠি চালাচালি করছে বিটিআরসি। এ বিষয়ে সংশিষ্ট সরকারি সংস্থাগুলো একাধিকবার প্রতিষ্ঠানটিকে নোটিশও দিয়েছে। এদিকে বিটিআরসি’র এ দাবিকে বারবারই ভিত্তিহীন বলে জবাব দিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
বিটিআরসির দিক থেকে বারবারই বলা হয়েছে, ‘বর্তমান টেলিযোগাযোগ আইনে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ নেই। সেবা ব্যবহারকারী গ্রাহকদের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। কমিশন আশা করছে, শীঘ্রই এ পাওনা পরিশোধ করবে।’
এদিকে গ্রামীনের সাথে সংকট নিরসনে বিষয়টিতে হস্তক্ষেপ করেছে সরকার। অর্থমন্ত্রী একাধিকবার এ নিয়ে সংস্থাটির সাথে বৈঠকও করেছে। সম্প্রতি সরকারকে সাধুবাদ জানিয়েছে গ্রামীনফোন।
বিটিআরসির নোটিশ দেওয়া হিসাব নিকাশ পরীক্ষায় সরকারের অগ্রগতি সহায়তা দেখে অর্থমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং রাজস্ব বোর্ডের চেয়াম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রামীণ ফোন।
এদিকে বিটিআরসি’র নোটিশের জবাব দেওয়ার সময় ৩০ দিন ইতোমধ্যে শেষ হয়েছে। ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল, বিটিআরসি সব মিলে ১২ হাজার ৫৭৯ কোটি টাকার দাবি করে বসে গ্রামীণ ফোনের কাছে। গ্রামীণ ফোন অপারেটর তাদের মেয়াদ শেষে বিটিআরসির এমন দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।