বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমনি। করোনাকালীন এ সময়ে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরী। তরুণ নির্মাতা ইফতেখার শুভ’র সরকারি অনুদানের ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি৷ ছবির নাম ‘মুখোশ’। শুটিং শুরু হবে নভেম্বরে।
নির্মাতা সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ইফতেখার শুভ ‘লেখক’ নামের একটি ছবি অনুদান পান। ‘লেখক’ নামে অনুদান পেলেও নাম পরিবর্তিন করে রাখা হচ্ছে ‘মুখোশ’।
এদিকে, ছবিতে নায়িকা হিসেবে পরীমনি চূড়ান্ত হলেও নায়ক কে হচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি।
ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়ার প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিটির গল্পটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আশা করি ছবিটি মুক্তি পেলে দর্শকদেরও ভালো লাগবে। আমাকে মুগ্ধ করেছে গল্পটি। সরকারি অনুদানের ছবি । আশা করি ভালো কিছুই হবে।
অপরদিকে, দেশে কোভিড-১৯ এর কারণে ছবিটির মহরত করা সম্ভব হচ্ছে না। তবে আগামী নভেম্বরে ছবিটি শুটিং শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে। বলে জানান পরিচালজ
ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করবেন ইফতেখার শুভ।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের ব্যানারে ‘মুখোশ’ ছবিটি নির্মিত হবে। পরিচালক নিজেই আছেন প্রযোজক হিসেবে।
পরিচালক বলেন, এটি আমার একটি প্রজেক্ট। সরকারি অনুদানে ছবিটির শুটিং করতে পারছি এটা আমার জন্য বড় পাওয়া।
প্রসঙ্গত, এই ছবিটিসহ আরও ৪টি সরকারি অনুদানের ছবিতে কাজ করছেন পরীমনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।